কাউখালীতে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্রী নিহত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৪:০২ পিএম
কাউখালীতে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্রী নিহত

কাউখালীতে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্রী নিহত। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ কেড়ে নিলো। বুধবার (২ জুলাই) দুপুরের দিকে কাউখালী-ভিটাবাড়িয়া সড়কে চিরাপাড়া সালেক সরদারের বাড়ির দরজার সামনে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, চিরাপাড়া গ্রামে দুলাল মোল্লার মেয়ে ও চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রোণির ছাত্রী সামিয়া আক্তার (৭) কাউখালী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অটোরিক্সা থেকে বাড়ির দরজায় নামার সময় সাথে থাকা মা রিক্সার ভাড়া দেওয়ার সময় পিছন থেকে একটি বেপরোয়া ভাবে চালিয়ে আসা মোটর সাইকেল সামিয়াকে ধাক্কা দিয়ে টেনে হিছড়ে অনেক দূর নিয়ে যায়। এসময়  আত্ন চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মোটর সাইকেল আরোহী সহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। গুরুতর আহত সামিয়াকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুর কোলে সে ঢোলে পড়ে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ সোলায়মান জানান, অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে