৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’হিসেবে ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

এফএনএস অনলাইন ডেস্ক | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৪:০৩ পিএম
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’হিসেবে ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

বাংলাদেশ সরকার আগামী আগস্ট থেকে দিনটি "জুলাই গণঅভ্যুত্থান দিবস" হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগস্ট দিনটিকে জাতীয় পর্যায়ে পালন এবং গণসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখেজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রেরশ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।