চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদস্থ দাতারাম চৌধুরী সড়ক জনচলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি ও বাসা বাড়ির ময়লা আবর্জনা পানিতে রাস্তাটি সয়লাব হয়ে পড়েছে। এতে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে।
১২নং চিকনদন্ডী ইউ পির সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ অশোক কুমার দেব জানান, অক্সিজেন - হাটহাজারী আঞ্চলিক সড়কের ফতেয়াবাদস্থ চৌধুরীহাট বাজার থেকে দাতারাম চৌধুরী সড়কটি শুরু হয়েছে। এই সড়কটি চৌধুরীহাট থেকে উত্তর ও দক্ষিণ মাদার্শা ও মদুনাঘাট যাতায়াতের জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। যোগাযোগ সুবিধার কারনে সড়কের দুই পাশে অসংখ্য বহুতল ভবন ও বাসাবাড়ি গড়ে উঠেছে। এসব ভবন ও বাসাবাড়ির নিত্য ব্যবহার্য পানি সড়কের পাশ দিয়ে চলাচল করে থাকে। কিন্তু সড়কের পাশে স্থপিত বহুতল ভবন, বাসাবাড়ি ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয় নালা না থাকায় বাসাবাড়িতে নিত্য জলাচারের পানি সড়কের উপর চলে আসে। তাছাড়া বৃষ্টির পানি ও এই জনগুরুত্বপূর্ণ সড়ক উপর চলে আসে। ফলে সড়কে সৃষ্টি হয় জলজট। এতে এই সড়ক দিয়ে লোকজন চলাচল দূস্কর হয়ে পড়েছে। বিশেষ করে সড়কের দুই পাশের বহুতল ভবন ও বাসাবাড়ির ময়লা আবর্জনার পানিতে সড়কটি প্রায় সময় সয়লাব হয়ে থাকে। সড়কে পানি জমে জলযাট সৃষ্টির কারনে সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনকে অবহিত করা হলে ও এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই সচেতন মহল জনস্বার্থে এব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য দায়িত্বশীল প্রশাসনের আশু প্রয়োজনীয হস্তক্ষেপ কামনা করেছেন।