হাটহাজারীর দাতারাম চৌধুরী সড়ক চলাচল অযোগ্য, জনদূর্ভোগ চরমে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৪:৪৯ পিএম
হাটহাজারীর দাতারাম চৌধুরী সড়ক চলাচল অযোগ্য, জনদূর্ভোগ চরমে

চট্টগ্রামের  হাটহাজারীর ফতেয়াবাদস্থ দাতারাম চৌধুরী সড়ক জনচলাচল অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি ও বাসা বাড়ির ময়লা আবর্জনা পানিতে রাস্তাটি সয়লাব হয়ে পড়েছে। এতে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। 

১২নং চিকনদন্ডী ইউ পির সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  ডাঃ অশোক কুমার দেব জানান, অক্সিজেন - হাটহাজারী আঞ্চলিক সড়কের ফতেয়াবাদস্থ চৌধুরীহাট বাজার থেকে দাতারাম চৌধুরী সড়কটি শুরু হয়েছে। এই সড়কটি চৌধুরীহাট থেকে উত্তর ও দক্ষিণ মাদার্শা ও মদুনাঘাট যাতায়াতের জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকে। যোগাযোগ সুবিধার কারনে  সড়কের দুই পাশে অসংখ্য বহুতল ভবন ও বাসাবাড়ি গড়ে উঠেছে। এসব ভবন ও বাসাবাড়ির নিত্য ব্যবহার্য পানি সড়কের পাশ দিয়ে  চলাচল করে থাকে। কিন্তু সড়কের পাশে স্থপিত বহুতল ভবন,  বাসাবাড়ি ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয় নালা না থাকায় বাসাবাড়িতে নিত্য জলাচারের পানি সড়কের উপর চলে আসে। তাছাড়া বৃষ্টির পানি ও এই জনগুরুত্বপূর্ণ সড়ক উপর চলে আসে। ফলে সড়কে সৃষ্টি হয় জলজট। এতে এই সড়ক দিয়ে লোকজন চলাচল দূস্কর হয়ে পড়েছে। বিশেষ করে সড়কের দুই পাশের বহুতল ভবন ও বাসাবাড়ির ময়লা আবর্জনার পানিতে সড়কটি প্রায় সময় সয়লাব হয়ে থাকে। সড়কে পানি জমে জলযাট সৃষ্টির কারনে সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়  জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রশাসনকে অবহিত করা হলে ও এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই সচেতন মহল জনস্বার্থে এব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের  জন্য দায়িত্বশীল প্রশাসনের আশু প্রয়োজনীয হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে