নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনী প্রতীক পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে নাগরিক ঐক্য। বর্তমান প্রতীক ‘কেটলি’-এর পরিবর্তে দলটি ‘শাপলা’ বা ‘দোয়েল’ প্রতীক চেয়েছে।
বুধবার (২ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। তিনি জানান, “নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”
উল্লেখ্য, ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। দলটি আওয়ামী লীগের বিরোধিতায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালের ২ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে নাগরিক ঐক্য নিবন্ধন পায়। নিবন্ধনের সময় দলটির জন্য কেটলি প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। যদিও তখনও দলটি শাপলা প্রতীক চেয়েছিল, তবে শাপলা জাতীয় প্রতীক বিবেচনায় থাকায় তা দেওয়া হয়নি।
এদিকে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। দলটি ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করেছে। শাপলা ছাড়াও কলম ও মোবাইল প্রতীকও চেয়েছে এনসিপি।