তিন বছর পর ফিরে আসছে বিটিএস, ঘোষণা নতুন অ্যালবাম ও বিশ্ব ট্যুরের

এফএনএস বিনোদন | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৬:১৬ পিএম
তিন বছর পর ফিরে আসছে বিটিএস, ঘোষণা নতুন অ্যালবাম ও বিশ্ব ট্যুরের

তিন বছরের দীর্ঘ বিরতির পর বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস আবারও ফিরছে নতুন সৃষ্টির বার্তা নিয়ে। মঙ্গলবার (১ জুলাই) এক ভিডিও লাইভের মাধ্যমে ব্যান্ডের সাত সদস্য—জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক ও সুগা—একসঙ্গে হাজির হয়ে ঘোষণা করেছেন তাদের নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ পরিকল্পনার কথা। এএফপি এবং সিএনএন জানিয়েছে, এই ঘোষণার লাইভ স্ট্রিম একসঙ্গে দেখেছেন প্রায় ৭৩ লাখ ভক্ত, যা থেকে স্পষ্ট বোঝা যায়, বিটিএসকে ঘিরে ভক্তদের উন্মাদনা কতটা তুঙ্গে।

বিটিএস তাদের সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে তিন বছর ধরে ‘স্বঘোষিত বিরতিতে’ ছিল। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী সব পুরুষের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক। এ কারণে ২০২২ সালের শেষ দিকে ব্যান্ডের সদস্যরা একে একে যোগ দিয়েছিলেন সামরিক বাহিনীতে। বুধবার (২ জুলাই) হাইব এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক দায়িত্ব শেষ করে বিটিএসের সদস্যরা চলতি জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তারা নতুন অ্যালবামের প্রস্তুতি শুরু করবেন এবং ২০২৬ সালে বিশ্বভ্রমণে নামবেন।

লাইভে ব্যান্ডের সদস্য আরএম বলেন, “নতুন অ্যালবাম আনুষ্ঠানিকভাবে আগামী বসন্তে আসছে। সেই সঙ্গে আমরা ওয়ার্ল্ড ট্যুর শুরু করব। আমাদের সঙ্গে সবার আবার দেখা হবে, এই আশায় থাকুন।”

এবারের কামব্যাক অ্যালবামটি হবে বিটিএসের চার বছর পর প্রথম পূর্ণ অ্যালবাম। এর আগে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘প্রুফ’ অ্যালবাম দক্ষিণ কোরিয়ায় বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম হিসেবে রেকর্ড গড়ে, যার বিক্রি হয়েছিল প্রায় ৩৫ লাখ কপি। কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সামরিক সেবা শুরুর আগে বিটিএস দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বছরে ৫.৫ ট্রিলিয়ন ওন (প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার) অবদান রাখত, যা দেশটির মোট জিডিপির প্রায় ০.২ শতাংশ।

বিটিএসের জন্য এটাই শুধু সুখবর নয়। ব্যান্ডটি তাদের প্রথম লাইভ অ্যালবাম আনার ঘোষণাও দিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিগহিট মিউজিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ’ শিরোনামে এই অ্যালবাম প্রকাশিত হবে বৃহস্পতিবার (১৮ জুলাই)। অ্যালবামে থাকবে ২০২১-২২ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ওয়ার্ল্ড ট্যুরের ২২টি গান, যেখানে শোনা যাবে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’ এবং ‘আইডল’-এর লাইভ ভার্সন। বিগহিট মিউজিক জানিয়েছে, “এই অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের স্মৃতিগুলো আবারও অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।”

বিটিএসের এই লাইভ কনসার্ট সিরিজে সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসের বিভিন্ন স্টেডিয়ামে সরাসরি এবং অনলাইনে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ ভক্ত। এই সফরে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সোফাই স্টেডিয়াম এবং অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে গান পরিবেশন করে বিটিএস।

বিটিএস শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, বিশ্বসংগীতের মঞ্চেও এক অনন্য নাম। স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি শোনা ব্যান্ড হিসেবে রেকর্ড গড়েছে তারা। পাশাপাশি, প্রথম কে-পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ এবং বিলবোর্ড আর্টিস্ট ১০০ উভয় চার্টের শীর্ষে উঠে এসেছে।

তবে বিটিএসের সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়ায় একসময় তুমুল বিতর্ক ছিল। অনেকেই মনে করতেন, তাদের মতো বিশ্বখ্যাত শিল্পীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়া উচিত। যেমন, অলিম্পিক পদকজয়ী বা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শাস্ত্রীয় শিল্পীরা মাঝে মাঝে সে সুবিধা পেয়ে থাকেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার আইনে পপ তারকারা এ ধরনের ছাড়ের আওতায় পড়েন না। জনমতের বিভক্তির মধ্যেই বিটিএসের সদস্যরা নিজেরাই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

চার বছর পর সেই বিরতি ভেঙে আবারও নতুন গান, নতুন সফর আর ভক্তদের ভালোবাসা নিয়ে ফিরছে বিটিএস। তাদের এই প্রত্যাবর্তন শুধু কে-পপের ভুবনেই নয়, পুরো বিশ্বসংগীতের জন্য এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে