ইন্দুরকানীতে বিএনপির কমিটি গঠন ঘিরে সংঘর্ষে আহত ৪

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
ইন্দুরকানীতে বিএনপির কমিটি গঠন ঘিরে সংঘর্ষে আহত ৪

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নির্ধারিত তারিখ অনুযায়ী কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী সমন্বয়ক শাহরিয়া আব্দুল্লাহ সোহেল বালিপাড়া বাজারে গেলে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আব্দুল জলিলের অনুসারীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি লাঞ্ছিত হন এবং তার সঙ্গে থাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিবও মারধরের শিকার হন।

ঘটনার খবর পেয়ে বিএনপি নেতা আবুল কালাম শিকদারের সমর্থকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও দেশীয় অস্ত্র, দা, জিআই পাইপ ও লাঠি নিয়ে হামলা হয়। এতে সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন (৩৫), সদস্য রিয়াজুল ইসলাম (৫০) ও সহ-সভাপতি এনায়েত হাওলাদার আহত হন। আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সদস্য অ্যাড. আবুল কালামসহ উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। পরে কমিটি গঠন কার্যক্রম স্থগিত করে উভয়পক্ষকে নিয়ে বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়া আব্দুল্লাহ সোহেল বলেন, পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে ৭টি ওয়ার্ডের ভোটার তালিকা ও দলীয় ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় ছাত্রদল ও বিএনপির আরও ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল বলেন, “কাউন্সিলের মাধ্যমে যে ৭টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, তা আমাদের কোনো স্বাক্ষর ছাড়া করা হয়েছে। কমিটির সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়নি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে না জানিয়ে হঠাৎ করে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। এতে সাধারণ ওয়ার্ড কর্মীরা ক্ষুব্ধ হয়ে আপত্তি জানান, যার মধ্যেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে হামলার ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”

উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু বলেন, “আজ বালিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের কথা ছিল। কিন্তু ওয়ার্ড কমিটি সম্পন্ন না হওয়ায় জেলা নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে