সেনবাগে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটন্য়া একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৩লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং অনুজতলা ইউপির ৮নং ওয়ার্ডের দড়ি-গোরকাটা গ্রামের ডাক্তার আ্ববদুর রহমানে বাড়ির শরিয়ত উল্লাহ বসতঘরে। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলের কাছে পৌছে কিন্ত ততক্ষানে বসতঘরটি আসবাবপত্রসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
জানাগেছে ,মঙ্গলবার দিবাবুধবার রাত সাড়ে ৩টারদিকে আর্কশ্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ঘরের লোকজন চিৎকার দিলে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগেই ঘরটির পুড়ে ছাঁই হয়ে যায। আগুন লাগার সত্যতা নিশ্চিত করে দমকল বাহিনীর বেলাল হোসেন।