৫মাসে ২৫টি মটরসাইকেল চুরি

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০২:৫৬ পিএম
৫মাসে ২৫টি মটরসাইকেল চুরি

দিনাজপুরের ঘোড়াঘাটে গত ৫মাসে ২৫টি মটর সাইকেল চুরি করে চোর সিন্ডিকেটের সদস্যরা। উপজেলা পরিষদের সরকারী অফিস ও হাসপাতালের সামনে থেকে এসব গাড়ী চুরি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২ জাুলই)সাবরেজিষ্ট্রি অফিসের সামনে থেকে এক দলিল লেখকের সহকারী আখিবুল ইসলামের একটি বাজাজ মটরসাইকেল চুরি হয়। কিছু অফিসের সিসি ক্যামেরা থাকলেও সেগুলির কার্যকারীতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যপারে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান,চুরির ঘটনায় তদন্ত অব্যাহত আছে । চোর সম্রাটদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া অচল ক্যামেরাগুলি দ্রুত সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং গুরুত্বপুর্ন স্থানে সুরক্ষা জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে