দিনাজপুরের ঘোড়াঘাটে এক দিনের ব্যবধানে ২শিশু পানিতে ডুবে মারা যায়। বুধবার উপজেলার মংলিশপুর গ্রামের ১২ বছরের শিশু হাসিব পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এর ্অগের দিন উপজেলার গোপালপুর গ্রামের ২বছরের শিশু নুর মোহাম্মদ পরিবারের সবার অযান্তে বাড়ী সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।