তাবেলা সিজার হত্যা: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৩:০০ পিএম
তাবেলা সিজার হত্যা: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের প্রায় এক দশক পর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি চারজনকে খালাস দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডি-তে কো-অপারেশনের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন ইতালির নাগরিক তাবেলা সিজার। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড তৎকালীন সময়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী এবং মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাইসহ মোট চারজনকে খালাস দিয়েছেন আদালত।

প্রায় দশ বছর ধরে চলা এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে তাবেলা সিজার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি অধ্যায় শেষ হলো। আদালতে রায়ের সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ উপস্থিত ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে রায় ঘোষণায় নিহতের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার অনেকেই কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন, যদিও পুরো ঘটনা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে