সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৪:১৭ পিএম
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে বিএনপির নবনির্মিত কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় রূপ নেয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, জেড. এম. মোসলেম উদ্দিন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দল সভাপতি আহছান উল্লাহ, কৃষক দল সভাপতি আবু ছিদ্দিক রনি, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন উর রশিদ, মহিলা দল সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইন প্রমুখ। সভাটি পরিচালনা করেন পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি এম. শাহ নেওয়াজ আজাদ। 

বক্তারা সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, “তার নেতৃত্বে পেকুয়ায় একের পর এক দুর্নীতি, চাঁদাবাজি, সুদের কারবার, জমি দখল, রাজনৈতিক সন্ত্রাস ও নিরীহ মানুষদের হয়রানি চালানো হয়েছে। পেকুয়াকে একটি সন্ত্রাসপ্রবণ এলাকা বানাতে তার ভূমিকাই সবচেয়ে বড়। আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি-ফাঁসির দাবি জানাই।” 

উল্লেখ্য, পেকুয়া থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় জাফর আলম বর্তমানে পেকুয়া থানায় রিমান্ডে রয়েছেন। এ সব মামলার একটি ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইন দায়ের করেন, যার তদন্ত কর্মকর্তা এস.আই. আরেফিন আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে তিনদিন মঞ্জুর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে