কয়রায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৩৬ পিএম
কয়রায় শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন, মোস্তফা শহীদ সরোয়ার, আঃ খালেক, সহকারি শিক্ষক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে