যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জয় কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে সোলায়মান হুসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩৭ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। (১৭ ডিসেম্বর মামলা নম্বর ১৩) মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানায় এ মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্র জানিয়েছেন। ১৬ ডিসেম্বর (সোমবার) রাতে কে বা কারা বিজয়স্তম্ভে জয় বাংলা লেখার সূত্র ধরে ঝিকরগাছা থানা ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা গ্রহণ করেছেন। মামলা বাদী হয়েছেন ঝিকরগাছা উপজেলার জয় কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে সোলাইমান হুসাইন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। ২ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা হলো, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এহতেশাম হামিদ রাজু (৪০) এবং কৃষ্ণনগর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শাওন রেজা খোকন (৪২)। ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, অচিরেই এজাহার নামীয় আসামীদেরকে গ্রেফতার করা হবে।