দেশে করোনায় নতুন আক্রান্ত ৮ জন, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৫:৪৯ পিএম
দেশে করোনায় নতুন আক্রান্ত ৮ জন, মৃত্যু নেই

করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও দেশে নতুন আক্রান্তের খবর এখনও থেমে নেই। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনেই স্থির রয়েছে। করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিন পর, অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নতুন শনাক্ত হয়েছেন ৬১৭ জন। আর এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৩ জন।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, আক্রান্তের সংখ্যা কম থাকলেও করোনাভাইরাস এখনও পুরোপুরি নির্মূল হয়নি। তাই সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা।

আপনার জেলার সংবাদ পড়তে