চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৬:০২ পিএম
চিলমারীতে বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা

কুড়িগ্রামের চিলমারীতে আব্দুল বারি সরকারকে আহবায়ক, সহঃ অধ্যাপক আবু হানিফা সদস্য সচিব ও সহঃঅধ্যাপক রফিকুল ইসলাম স্বপনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ত্রিশ সদস্য বিশিষ্ট বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এই ৩ জনের স্বাক্ষরে আগামী সাত দিনের মধ্যে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে। উল্লেখ্য, আহবায়ক আব্দুল বারি সরকার সুষ্ঠুভাবে সম্মেলন সফল আয়োজন করতে সহযোগিতা করবেন এবং তিনি সম্মেলনে কোন পদে প্রার্থী হতে পারবেন না।

আপনার জেলার সংবাদ পড়তে