জামায়াতকে দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন, প্রকাশিত হলো গেজেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৬:২৫ পিএম
জামায়াতকে দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন, প্রকাশিত হলো গেজেট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রায় ছয় বছর পর দলটিকে ফের দাঁড়িপাল্লা প্রতীকসহ রাজনৈতিক দলের স্বীকৃতি ফিরিয়ে দিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে, যা দলটির নির্বাচনে অংশগ্রহণের আইনি অধিকার নিশ্চিত করল।

ইসি সূত্র জানিয়েছে, এর আগে ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সেটি বিজি প্রেসে পাঠানো হলে ২৬ জুন গেজেট প্রকাশিত হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের ভিত্তিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হওয়া রিট মামলার রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে ইসি। পরে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেন।

গেজেটে আরও বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর ইসির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করা হলো। এর মাধ্যমে দলটি দাঁড়িপাল্লা প্রতীকসহ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনসহ যাবতীয় সাংবিধানিক ও আইনি কার্যক্রম পরিচালনার অধিকার ফিরে পেল।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনি বিধিমালায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংক্রান্ত প্রক্রিয়া শিগগিরই শেষ করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হলো, কারণ দীর্ঘদিন ধরে নির্বাচনমুখী রাজনীতির বাইরে থাকা জামায়াত এখন পুনরায় নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ সুযোগ পাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে