বিরলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৭:০০ পিএম
বিরলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে

বিরলের বিভিন্ন বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতেদিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ)  আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার সিংগুল হামিদ-হামিদা উচ্চ বিদ্যালয়, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়, সিংগুল দারুল হুদা দাখিল মাদ্রাসা, রাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে