কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে জুলাই স্মৃতিচারণ উপলক্ষে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও পৌর এলাকার সরকারি ও এমপিওভুক্ত প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বিভিন্ন প্রজাতের চারাগাছ, বেষ্টুনী ও খুঁটি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুলাই স্মৃতিচারণ উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে ১০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চারাগাছ বিতরণ করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এই সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, পৌর নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার পাল, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।