রাজনগরে লটারীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
রাজনগরে লটারীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

রাজনগরে খাদ্যবান্ধব ডিলার লটারির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। প্রতি ইউনিয়ন থেকে দুইজন  ডিলার নিয়োগের প্রয়োজনীয়তা থাকলে   দুইয়ের অধিক ব্যাক্তি আবেদন করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ ৩রা জুলাই (বৃহস্পতিবার)  উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে খাদ্যবান্ধব কমিটির সদস্যসহ  প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও পরিসংখ্যান  বিভাগের সৈয়দ মিনহাজ ।

আপনার জেলার সংবাদ পড়তে