জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখা সিলেট বিভাগে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে।
ব্যাংক সুত্র জানায়, জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিনের সুনিপুণ দিকনির্দেশনা, মেধা, দক্ষ নেতৃত্ব এবং শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রমের ফলে অর্ধবার্ষিক হিসাব সমাপনী ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অত্র শাখা সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জনতা ব্যাংক পিএলসির এরিয়া প্রধান ও ডিজিএম মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল ব্রাঞ্চে আসেন এবং শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরও উপস্থিত ছিলেন এরিয়া অফিসের এজিএম তাহমিনা বেগম, বাবু রমাপদ এবং আকিবুল হোসেন।