উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাসিরনগর উপজেলা ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নতুন কমিটির সদস্য নিয়ে একেবারে প্রাকৃতিক পরিবেশে চুনারুঘাট উপজেলার পর্যটন এলাকা সাতছড়ি বাগানে দিনব্যাপী অনুষ্ঠিত আনন্দ ভ্রমণ শেষে এই নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বিদায়ী সভাপতি সৈয়দ মুস্তাক মাহমুদ দীপু নবনির্বাচিত ১৩ সদস্য কমিটিকে পরিচয় করিয়ে দেন। তারা হলেন প্রধান উপদেষ্টা সৈয়দ মুস্তাক মাহমুদ দীপু, উপদেষ্টা পিন্টু দাস,সভাপতি খ. ম. জামাল হোসেন, সহ-সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম,যুগ্ম সাধারণ সাধারণ আবদুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,প্রচার সম্পাদক মুক্তার মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব মিয়া, সদস্য ,অসিত কুমার দেবনাথ, মোবারক হোসেন অসি,মহসিন মিয়া,পাবেল মাহমুদ ।
নবনির্বাচিত কমিটিকে পুরাতন কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন । পরে বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক মাহমুদ দীপুর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক খ ম জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,ওয়ারিং ইন্সপেক্টর রাজীব খানসহ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।