লৌহজংয়ের বেদে পল্লীতে মাদক বিরোধী অভিযান, আটক ১৪

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৫, ০৬:৪৩ পিএম
লৌহজংয়ের বেদে পল্লীতে মাদক বিরোধী অভিযান, আটক ১৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে মাদক বিরোধী অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এই অভিযানে ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার ০৪ জুলাই ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় হলদিয়া ইউপি এলাকার গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লৌহজেং কুখ্যাত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ফেনসিডিল গাঁজা, ইয়াবা, নগদ টাকা সহ ১৪ জন আসামীকে গ্রেফতার হয়।

উক্ত আসামিদের মধ্যে ০৫ জনের বিরুদ্ধে ০২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলার রুজু করা হয় ও ০৮ জন আসামীকে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এবং অপর একজন আসামী পূর্বের নিয়মিত মামলার এজাহার নামীয় আসামি হিসাবে গ্রেফতার করা হয়। 

লৌহজং থানার মামলা নং-০১, তাং-০৪/০৭/২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(ক) ও ৩৬(১) এর ১৯(ক) এর আসামি ১। নাদিরা বেগম(৪০), ২। মোসা: হারুনা বেগম, ৩। মো: সিনারুল ইসলাম(১৯), উদ্ধারকৃত মোট আলামত-০২ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৪০,৯৮০/- টাকা। 

লৌহজং থানার মামলা নং-০২, তাং-৪/৭/২০২৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) এর আসামি ১। আসমাউল ওরফে ইসমাইল(৩৫), ২। ইসরাফিল(৪৫), উদ্ধারকৃত আলামত-৫৮ পিস ইয়াবা ট্যাবলেট  ও মাদক বিক্রির নগদ ৫৩,৭০০/- টাকা এবং পূর্বের নিয়মিত মামলা নং-০৬(০৩)২৫, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৩৪ পেনাল কোড এর আসামি ১। মো: এনারুল সরদার ওরফে এনা(৩০)। 

মোবাইল কোর্ট কর্তৃক আসামিদের  সাজা প্রাপ্তরা হলেন

১।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি রুপা এর ০১ মাসের কারাদণ্ড তৎসহ ২০০ টাকা জরিমানা। 

২। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি মো: পূর্ন এর ০২ মাসের কারাদণ্ড তৎসহ দুইশত টাকা জরিমানা।

৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি মো: রাখেল এর ০২ মাসের কারাদণ্ড তৎসহ ৩০০ টাকা জরিমানা। 

৪। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি মো: ইসমাইল এর ১০ দিনের কারাদন্ড তৎসহ ২০০ টাকা জরিমানা। 

৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ধারা মোতাবেক আসামী কাজল দাস এর ০২ মাসের কারাদণ্ড তৎসহ ৩০০ টাকা জরিমানা। 

৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি মো: জয়নাল শেখ এর ০১ মাসের কারাদণ্ড তৎসহ ১০০ টাকা জরিমানা। 

৭। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি মো: আরিফ  এর ০২ মাসের কারাদণ্ড তৎসহ ৩০০ টাকা জরিমানা। 

৮। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি লাদেন এর ১৫ দিনের কারাদণ্ড তৎসহ ১০০ টাকা জরিমানা।

লৌহজং থানার মামলা নং-০১, তারিখ-০৪/০৭/২০২৫ খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(ক) ও ৩৬(১) এর ১৯(ক) এবং লৌহজং থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৭/২০২৫ খ্রি:, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধরায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, মাদকের ব্যাপারে লৌহজং উপজেলা প্রশাসন সব সময় জিড়ো টলারেন্স। যেখানে মাদকের বানিজ্যের সংবাদ পাওয়া যাবে সেখানেই আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে