বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মাও গোলাম মোর্শেদ আমীর চৌগাছা উপজেলা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক গোলাম রসুল ভাই আমীর যশোর জেলা জামায়াতে ইসলামী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল ইসলাম সহকারী সেক্রেটারী যশোর জেলা, মাও নুরুজ্জামান আল মামুন সহকারী সেক্রেটারী চৌগাছা উপজেলা, মাও নুরুল ইসলাম নায়েবে আমীর চৌগাছা উপজেলা, হাফেজ মাও আমিন উদ্দিন সাবেক উপজেলা আমীর ও চেয়ারম্যান হাকিমপুর ইউনিয়ন, মাষ্টার রহিদুল ইসলাম খান সহকারী সেক্রেটারী চৌগাছা উপজেলা, মাষ্টার কামাল আহমেদ সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র চৌগাছা পৌরসভা, মাও গিয়াসউদ্দিন সহকারী সেক্রেটারী চৌগাছা উপজেলা, জনাব ইমদাদুল হক বাইতুলমাল সম্পাদক চৌগাছা উপজেলা, এছাড়াও কর্মপরিষদ সদস্য চৌগাছা উপজেলা, এবং পৌরসভা ও ইউনিয়ন এর রোকন ভাই ও বোনেরা।