ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব: তারেক

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:১০ এএম
ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব: তারেক

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা শীর্ষক অনুষ্ঠানে বললেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা-গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরা অবস্থায় বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচার সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারো ব্যাবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তারেক রহমান আরও যোগ করে বলেন, আপনাদের অধীন কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। কারণ বিএনপি আপনার পরিবার। আপনাদের সবার দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে নেতাকর্মীদের সংযত রাখলে দলের সুনাম বয়ে আসবে, সে দিকে খেয়াল রাখতে হবে সবাইকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে