দিনাজপুরের কাহারোল উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত উত্তর বঙ্গের সর্ব বৃহৎ কাহারোল গরুর হাট। কাক ডাকা ভোর হতে জেলার পাশ্ববর্তি জেলা হতে ভটভটী ও মিনি ট্রাকে করে ব্যবসায়ীরা কাহারোল গরুর হাটে গরু বিক্রয় করার জন্য নিয়ে আসে। রাস্তায় গরু গাড়ী থেকে গরু নামার ফলে হাটের দুই পাশ্বে তীব্র যানজোট সৃষ্টি হয়। এতে করে পথচারী সহ এ্যামবুলেন্সে রোগী সহ ভোগান্তির শিকার হতে হয়। শনিবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত তীব্র যানজোটের কারনে ভোগান্তে পড়েছেন অনেকেই। পথচারী সাইফুল বলেন, এক ঘন্টা যাবৎ ভ্যানে বসে আছি, যানজোটের কারনে ভ্যান সামনের দিকে যাচ্ছে না। অপর পথচারী মাসুম বলেন, হাটের দিন গরুর গাড়ী যদি হাটের বাইরে উঠা নামা করে তাহলে এই যানজোট হয় না।
এ ব্যাপারে কাহারোল হাটের ইজারাদার শ্যামল চন্দ্র রায়ের সঙ্গে কথা হলে, তিনি বলেন রাস্তা সরু হওয়ায় ১টা গাড়ী গেলে আর একটা গাড়ী যেতে পারেনা। গরুর গাড়ী বাজারের রাস্তায় দাঁড়িয়ে গরু উঠানামা করে বিষয়টি তিনি এড়িয়ে যান। তিনি আরও বলেন, গরুর গাড়ী পাকিং এর জায়গা না থাকার কারনে রাস্তার উপর গাড়ী থেকে গরু নামাতে হয়।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাস্তায় গরুর গাড়ী দাঁড়িয়ে গরু না নামার জন্য ইজারাদারকে বলা হয়েছে।
এব্যাপারে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর সঙ্গে কথা হলে তিনি বলেন, ইজারাদারকে বলা হয়েছে, রাস্তায় যাতে কোন গরুর গাড়ী রাখার ফলে যানজোট না হয়।