শ্রীমঙ্গলে বিদেশী মদসহ যুবক আটক

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০২:৪৪ পিএম
শ্রীমঙ্গলে বিদেশী মদসহ যুবক আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে। জুয়েল মিয়া শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় তার হেফাজত থেকে ২০  বোতল 'রয়েল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি'   মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে