ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০২:৪৯ পিএম
ভৈরব-কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত গতিতে চলছে

 কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচর আঞ্চলিক মহাসড়কের কাজ সড়ক ও জনপদের মাধ্যমে রিমি নিমার্ন লিমিটেড গত বছরের শেষ সময়ে এ রাস্তার কাজ শুরু করেন। এর প্রাক্কলিত ব্যয় ২৭ কোটি ৩১ লক্ষ টাকা। ৭ কিলোমিটার সড়কটি আগরপুর হতে ভৈরব পর্যন্ত ও কিশোরগঞ্জের পুলের ঘাট বাজারে ৩০০ মিটার কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৭ কিলোমিটার রাস্তার মধ্যে আগরপুর বাজারে প্রায় ৫০০ থেকে ৬০০ মিটার কাজ আর সিসি ডালাইয়ের কাজ চলমান আছে। রিমি এন্টার প্রাইজের কর্মকর্তা আবুল বাশার যায় যায় দিনের এ প্রতিবেদককে আজ শনিবার দুপুরে বলেন, ৭ কিলোমিটার রাস্তার কাজের প্রায় ৭০ ভাগ কাজ হয়েছে। বাকি ৩০ ভাগ কাজ ১ মাস থেকে ২ মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী ফরিদুল আলম এ প্রতিবেদককে বলেন, ১৪ কিলোমিটার রাস্তার কাজ ২টি টিকাদার প্রতিষ্টান কাজ করছে। তবে রিমি নির্মান লিমিটেডের রাস্তার কাজ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে উল্লেখ করেন। এ দিকে কটিয়াদী হতে পিরিজপুর  শেষ শিমানা পর্যন্ত তানবীন কনষ্ট্রাকশন এর কাজ ধীর গতিতে চলছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ কোম্পানীর রাস্তার কাজের গুণগত মান খুব একটা ভালো নয়। প্রায় রাস্তার মাঝ খানে ফেটে যাচ্ছে বলে অনেকে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে