আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বললেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুলিশ বাহিনীর হারানো মনোবল পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপযোগী বাহিনী হিসেবে তাদের প্রস্তুত করা।”
মাহমুদুর রহমান আরও যোগ করে বলেন, “পুলিশ সংস্কার করতে হলে রাজনৈতিক প্রভাব থেকে বাহিনীকে মুক্ত করতে হবে।”
গোলটেবিল আলোচনায় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনীকে জনগণের শত্রুতে পরিণত করেছে।’