পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ তদন্তে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী চরমপন্থি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য চেয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যেই মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনে হাইকমিশন আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
‘বাংলাদেশ সরকার পুনরায় সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।