মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৩:৩৪ পিএম
মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট, কু-উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে সামাজিক ভাবে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

শনিবার (৫জুলাই) দুপুরে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এঘটনার সাথে জড়িত নই। গত কয়েকদিন ধরে যে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই কল রেকর্ডটি আমার নয়। এটি কার কল রেকর্ড সেটিও আমি জানি না। আমার প্রতিপক্ষের লোকজন এটি আমার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব'।

সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, "সাংবাদিকরা জাতির দর্পণ। আমি বিশ্বাস করি, তারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং যথাযথ সংবাদ প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মনিরুজ্জামান মনির এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার,বিএনপি নেতা আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে