ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার: মান্না

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৪:১৭ পিএম
ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় বললেন, “ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি।”

মাহমুদুর রহমান মান্না আরও যোগ করে বলেন, “সিইসি নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, তা ভাবনার বিষয়।”

“মব ভায়োলেন্স সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নূরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না”-উল্লেখ করেন তিনি।

এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে