খুলনায় আবারও সন্ত্রাসীদের গুলিতে রক্তাক্ত জখম হয়েছে এক যুবক। শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে মেহেদী হাসান রোহান (২৩) নামের যুবককে নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মুজাহিদ পাড়া এলাকার ৫ নম্বর গলিতে এ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ রোহান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোহানের ভাষ্যমতে, রাত একটার দিকে তিনজন যুবক তার বাসার সামনে আসে। তাদের মধ্যে দুজনের মুখে ছিল মাস্ক, অন্যজনের মাথায় হেলমেট। তাদের ‘কথা আছে’ বলে রোহানকে ডেকে নিয়ে যায়। কোনো রকম কথা না বলেই কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে তার ওপর গুলি চালানো হয়। গুলিতে তার একটি পা ভেদ করে অপর পায়ে গিয়ে লেগে জখম হয়। আহত রোহানের চিৎকারে এবং গুলির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। তখন সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রোহানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল যোগে এসে গুলি চালিয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। আহত রোহান খুলনার মুজাহিদ পাড়া এলাকার বাবুল শেখের ছেলে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা হলেও, স্থানীয় সূত্র বলছে, রোহান একজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার সঙ্গে এলাকার কিছু বিতর্কিত চক্রের পূর্ব শত্রুতা থাকতে পারে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্তের পর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।