বাজিতপুরে অবৈধ জাল পুড়িয়ে ধবংস

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৫:০২ পিএম
বাজিতপুরে অবৈধ জাল পুড়িয়ে ধবংস

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজারে বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ কে নিয়ে উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারা শিদবীন এনাম প্রায় অর্ধ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও মেজিক জাল পুড়িয়ে ধ্বংশ করে এ সময় উপস্থি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল সহ সেনাবাহিনী পুলিশ আনছার ফায়ারসার্ভির ও স্থানীয় স্বেচ্ছাসেবিরা। ইউ এন ও ফারাশিদবিন এনাম নিশ্চিট করে বলেন, জব্দ করা মালামালের মধ্যে ৬৪ বস্তা করেন্ট জাল, ১ হাজার পিচ মেজিক জাল। তিনি বলেন জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কারণ মাছের প্রজনন ভাড়াতে ক্ষতি করার জাল ধ্বংস করার প্রক্রিয়ার অভিযান অব্যাহত থাকবে ।

আপনার জেলার সংবাদ পড়তে