ডুমুরিয়ায় বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী লবি'র সাংবাদিকদের সাথে সভা

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৫:০৩ পিএম
ডুমুরিয়ায় বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী লবি'র সাংবাদিকদের সাথে সভা

ডুমুরিয়া-ফুলতলা উপজেলা'র প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫জুলাই) দুপুরে ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক মোঃ আফজাল হোসেন খান। মতবিনিময় সভায় মোহাম্মাদ আলি আসগর লবি তার জীবন বৃত্তান্ত এবং রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে'র সবুজ সংকেত পেয়ে তিনি খুলনা-৫  আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে আগ্রহী হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক এফ,এম সরোয়ার হোসেন, ডাঃ আলমগীর হোসেন আলম, জালাল শরীফসহ অন্যান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ডুমুরিয়া উপজেলায় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়া কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে