ভাণ্ডারিয়ার প্রবাসীর বাড়ীতে ডাকাতি, পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট

এফএনএস (মোঃ ছগির হোসেন; ভান্ডারিয়া, পিরোজপুর) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৫:০৬ পিএম
ভাণ্ডারিয়ার প্রবাসীর বাড়ীতে ডাকাতি, পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামের সৌদি প্রবাসী আল আমিন আকনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত  সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রবাসী আল-আমিন আকনের (৪০) স্ত্রী জেসমিন বেগম জানান, প্রতিদিনের ন্যায় তিনি ও তার ছেলে আব্দুল্লাহ আকন (১৭) এবং মেয়ে নুসরাত জাহান (৯) কে নিয়ে রাত ১২টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত ঘরের পেছনের জানালার গ্রিল কেটে প্রথমে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং পেছনের দরজা খুলে আরও চারজনকে ঘরে ঢুকতে সহায়তা করে । এসময় ঘরের বাইরে আরও ২/৩জন ডাকাত পাহারা দিচ্ছিল। ডাকাতদলের সদস্যরা সকলে শর্টপ্যান্ট পরে ছিল এবং খালি গায়ে ছিল এবং তারা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। অস্ত্রের মূখে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে ওয়্যার্ড ড্রপ এবং ষ্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ২ লক্ষ টাকা ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোন, ৭টি বিদেশী কম্বলসহ  ৫ লক্ষাধিক (৫লক্ষ ৭৭ হাজার) টাকার  মালামাল লুট করে । এ সময় ঘরের সকল জিনিস পত্র তছনছ করে । লুটপাট শেষে ডাকাতদল সিএনজি চালিত অটো রিকশায় করে  চলে যায়।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান এ ঘটনায় মামালা প্রক্রিয়াধীন।ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে