কাপাসিয়ায় চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দলনেতা খুন, আটক ১

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৬:০৮ পিএম
কাপাসিয়ায় চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দলনেতা খুন, আটক ১
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া গ্রামের আলতাফ হোসেন খানের বাড়ীর সামনে রাস্তায় ৪ জুলাই শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে মোঃ জাহিদুল ইসলাম (২৮) নামে এক চাঁদাবাজ যুবককে কুপিয়ে হত্যা করেছে। সে সনমানিয়ার বরকান্দা গ্রামের মৃত হারিস উদ্দিন এবং ইউপি সদস্য রোকেয়া বেগমের ছেলে। জানা যায়, উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের চাঁদাবাজ জাহিদুল ইসলামকে তার অন‌্যান্য বন্ধুরা দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর পর কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সনমানিয়া এলাকার গাফ্ফার নামে এক যুবককে আটক করেছে। এলাকার একাধিক ব্যক্তি জানান, মাদক সংশ্লিষ্টতার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত। মাদক ব্যবসা এবং চাঁদার টাকার ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আটককৃত গাফ্ফার হত্যাকান্ডের সাথে জড়িত স্বীকার করে জানান, এলাকায় জাহানারা বেগম নামে এক নারীর বাড়ি নির্মাণের সুবাদে নিহত জাহিদুল ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। আদায়কৃত টাকা জাহিদুলের বন্ধু ময়নুল, মুন্না, সৈকত ও মারুফদের ভাগ না দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এই চাঁদার টাকা নিয়ে নিজেদের মাঝে বিরোধ চলছিল। পরিকল্পিত ভাবে বন্ধুরা শুক্রবার রাতে কৌশলে তাকে বাড়ি থেকে ডেকে এনে হানির দোকানের পাশে পাট ক্ষেতে ফেলে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় পালিয়ে যাবার চেষ্টাকালে পাকা রাস্তার উপর ফেলে দা দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশ জানায়, নিহত জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্রের টাকার ভাগাভাগি নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব চলছিল। জাহিদুলের বন্ধুরাই এই হত্যাকান্ড ঘটিয়েছে । মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে