মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ফুকুচিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এডভোকেট আসিফ শাহরিয়ার। তিনি মরহুম আইয়ুব আলী বিশ্বাস ও মজিদা বেগমের কনিষ্ঠ সন্তান। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট। পারিবারিক জীবনে তিনি এক পুত্র (আহনাফ তাজওয়ার) ও এক কন্যা (সিদরাতুল মুনতাহা)-এর জনক।
তার শৈশব কেটেছে রাজৈর উপজেলার ইসুবপুর ইউনিয়নের দক্ষিণ আড়াইপাড়া গ্রামে, খালাশি বাড়িতে। শিক্ষাজীবন শুরু করেন ১৯৯৭ সালে ২৮ নং দক্ষিণ আড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ঘটমাঝি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণির প্রথম স্থান অধিকার করেন। এরপর হাইস্কুলে ভর্তি হন আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলে এবং পরবর্তীতে চরমুগুরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এডভোকেট আসিফ ২০০৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে যুক্ত হন এবং ওই বছরই সাথী হন। তিনি ফুলকুঁড়ি ও নীহারিকার এবং ছাত্রশিবির এর মাদারীপুর জেলার স্কুল বিভাগে পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিজ্ঞান বিভাগে এসএসসিতে ৪.৮৮ এবং মানবিক বিভাগে এইচএসসিতে ৪.২০ জিপিএ অর্জন করেন (২০০৯, সরকারি নাজিমউদ্দিন কলেজ)।
শিক্ষাজীবনে তিনি স্কাউট, খেলাধুলা ও বিতর্কে সক্রিয় ছিলেন। মাদারীপুর জেলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমের অলরাউন্ডার হিসেবে খেলে সুনাম অর্জন করেন এবং নাজিমউদ্দিন কলেজকে ইন্টার কলেজ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেন।
তিনি দর্শন বিভাগে অনার্স সম্পন্ন করেন সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে এবং পরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (২০১৫) ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে মাদারীপুর জেলা আইনজীবী সমিতিতে যুক্ত হন এবং ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
বর্তমানে তিনি মাদারীপুর জেলায় এজিপি (সরকারি সহকারী কৌশলী) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সোসাইটির মাদারীপুর জেলার চেয়ারম্যান, মাদারীপুর জেলা যুব পরিষদের সেক্রেটারি, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল (মাদারীপুর জেলা শাখা)-এর সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি গঠন করেছেন "ঝঅঝ খবমধষ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঈবহঃবৎ", যেখানে দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয়। এছাড়া যুব সমাজকে সংগঠিত করতে প্রতিষ্ঠা করেছেন "হৃদয়ে ঘটমাঝি" নামের সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তিনি খেলাধুলা, শিক্ষা, বিতর্ক ও ইসলামিক প্রতিযোগিতাসহ নানা সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করছেন।
বর্তমানে তার উদ্যোগে ঘটমাঝি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট চলছে, যেখানে ৯টি ওয়ার্ডের ১২টি দল অংশ নিচ্ছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মেধাবৃত্তি, খেলাধুলা ও দান সহযোগিতা করে থাকেন।
তিনি গৈদী ফুকুচিয়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি এবং হোসাইনীয়া তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতির দায়িত্বও পালন করছেন। এডভোকেট আসিফ শাহরিয়ার আগামী ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক। তিনি বলেন, দুর্নীতিমুক্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি ইনসাফ ভিত্তিক
জনো গনবান্ধব ইউনিয়ন গঠন করায় আমার প্রধান লক্ষ। নারী শিক্ষা বয়স্ক ভাতা কৃষকল্যাণসহ সবকিছুতে জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করব আমি আশ্বস্ত করতে নয় আমি বিশ্বস্ত হয়ে জনগণের আমানত রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।