এইস এস সি পরীক্ষার্থীকে মারধর

চিতলমারীতে আদালতের রায় অমান্য করে ঘের দখলের চেষ্টা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৭:২৫ পিএম
চিতলমারীতে আদালতের রায় অমান্য করে ঘের দখলের চেষ্টা

বাগেরহাটের চিতলমারীতে জায়গা জমি সংক্রান্তপুর্ব শত্রুতারজের ধরে এইস এস সি পরীক্ষার্থীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে একটি দুর্বৃত্তদল। এলাকাবাসী ওই শিক্ষার্থীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন। এব্যপারে চিতলমারী থানায় ৬জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গ্রামের বাঁশতলী খালের পুর্বপাশে একটি মৎস্য ঘেরে। এঘটানাটি সরেজমিন, হাসপাতাল ও থানার অভিযোগ সূত্রে জানাগেছে।

অভিযোগকারী দীপক মন্ডল (৫০) জানান, কয়েক যুগ ধরে রায়গ্রামের বাঁশতলী খালের পুর্বপাশে একটি মৎস্য ঘের ভোগদখল করে আসছেন। এ অবস্থায় স্থানীয় মৃত: কিরণ মৃধার ছেলে ননী গোপাল মৃধার সাথে মামলা মোকদ্দমা চলে আসছিলো। সর্ব শেষ ওই মামলায় অসীম মৃধা গংদের আনুকুলে রায় আসে বলে দাবি করা হয়। এ অবস্থায় জমি দখলেরজন্য পায়তারা চালান অসীম মৃধার লোকজন। বিষয়টি দিপক মন্ডল গং জানতে পেরে বাগেরহাটর বিজ্ঞ আদালতে আপিল করেন এবং স্থগিতাদেশ আনেন। 

স্থগীতাদেশ আনার পরও বিরোধীয়রা পূণরায় দখলের জন্য হুমকি ধামকি দেন। হুমকির বিষয়টি বাগেরহাট পুলিশ সুপারকে লিখিত ভাবে জানানো হলে এ নিয়ে বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে উভয় পক্ষকে নিয়ে বাগেরহাটের এ এসপি সার্কেল বৈঠক করেন। এসময় কাগজ পত্র পর্যালচনা করে উভয় পক্ষকে বলে দেন যে, সম্পত্তিতে আদালতের স্থগিতাদেশ আছে। যে ভাবে যারা আছেন, শান্তিশৃঙ্খলারক্ষার্থে সে ভাবে থাকবেন।

 শেষ-মেষ আদালত এবং পুলিশ প্রশাসনকে আমান্যকরে শুক্রবার (৪ জুলাই) দুপুরে অসীম মৃধার নেতৃত্বে ননী গোপাল মৃধা (৬০), বিকাশ মৃধা (৩৫), বিনয় মৃধা, সাগরিকা (২৯) ও চুমকি মৃধাসহ দা’-লাঠি, লোহার রড,হাতুড়ী নিয়ে মৎস্যঘেরটি দখল করতে যায়। এ সময় খবরশুনে দীপক মন্ডলের স্ত্রী-ও তার ছেলে কালি দাস বড়াল স্মৃতি ডিগ্রিকলেজের এইস এস সি পরীক্ষার্থী পল্লব মন্ডল(১৭), তাদের ঘেরের কাছে যান এবং দেখতে পান ঘেরের মাছ ও পাড়ের গাছ-পালা নষ্ট করছে অসীম মৃধার লোকজন। 

পল্লব মৃধার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে উহা ভিডিও করতে গেলে প্রতিপক্ষের উপরুক্ত লোকজন তাকে লাঠি-সোটা দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের পর; পাশে খালের মধ্যেনিয়ে পানিতে চুবিয়ে হত্যা করার চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এব্যপারে অসীম মৃধা জানান তার মা’ গীতা মৃধাকে মার-পিট করে পল্লব ; পল্লবকে কে বা কারা মারছে তিনি জানেন না। পল্লবের মা’ জানান ছেলে পল্লবকে যখন নির্দয়ভাবে মার পিট করে তখন অমীমের মা” বাঁধা দিলে তার গায়ে তাদের লোকের লাঠির আঘাতে আহত হয়। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে