নাসিরনগরে দুই গোষ্ঠীর সংর্ঘষে নিহত ১

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ০৭:৩২ পিএম
নাসিরনগরে দুই গোষ্ঠীর সংর্ঘষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাঠাঁলকান্দি  গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন সোহরাব  খান  (২৫) নামে এক যুবক। এ ছাড়া প্রায়  ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব খান স্থানীয় মোল্লা গোষ্ঠির চান মিয়া মোল্লার ছেলে।এ সময় দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কাঠালকান্দি গ্রামের উল্টাগোষ্টী (সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলীর গোষ্ঠী ) এবং মোল্লা গোষ্ঠীর (সাবেক মেম্বার শাহ আলমের গোষ্ঠী) পক্ষের লোকজনের  মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে  একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তিও হয়। সর্বশেষ শনিবার দুপুরে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে  দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হন এবং উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। আহতদেরকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া  ও  কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।। গুরুতর আহত বাবুল মিয়াকে (৪৫) ঢাকায়  ও মফিজ উদ্দিন (৫২) ও মিজানুর রহমানকে(৪৫) জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে আসি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ, সোহরাব খান  চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং কাঠালকান্দি ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে