রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে “উপজেলার সলুকাবাদ ইউনিয়েনের মৌয়াকুড়া বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে তিনটি গ্রাম থেকে শতাধিক হাজং ও গারো নারী পুরুষ সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। রোববার বিকেলে মৌয়াকুড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ধীরেন চন্দ্র হাজং এর সভাপতিত্বে ও সলুকাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য, পিএফজির সদস্য জুবায়ের আহমেদ জুলহাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি রাকেশ চন্দ্র হাজং, মহিলা ইউপি সদস্য কুলসুমা আক্তার, সাবেক ইউপি সদস্য আবু সিদ্দিক, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, পিএফজির এম্বাসেডর আব্দুছ ছাত্তার, নারী এম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়খারী ফুলমালা।
সভায় হাজং ভাষায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য নওমুসলিম আজিজা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ খন্দকার, পিএফজি সদস্য মিনহাজ, এলাকার মুরুব্বি আলহাজ আবুবক্কর, হারুন রশিদ, রত্ন হাজং।
বক্তারা বলেন, দেশের এ মুহুর্তে সম্প্রীতির বিকল্প নেই। বিশ্বম্ভরুপর পিএফজির ব্যাতিক্রম ধর্মী আয়োজেনর জন্য ধন্যবাদ। তারা বলেন, সম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এলাকার শতবছরের ঐতিহ্য কিন্তু মাঝে মধ্যে কিছু অনাখাঙ্খিত ঘটনা আমদের মাঝে চন্দপতন ঘটায় আশা করি পিএফজির এমন আয়োজন আমাদের সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে। আমার এমন আয়োজন বেশী বেশী করার আহ্বান জানাই।