বালিয়াকান্দিতে নসিমন উল্টে বিক্রয়কর্মী নিহত

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০৭:৩০ পিএম
বালিয়াকান্দিতে নসিমন উল্টে বিক্রয়কর্মী নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে খন্দকার মাসুদ শরীফ নামে একজন বিক্রয়কর্মী নিহত হয়েছেন। তিনি মেঘনা গ্রুপ এর বিক্রয়কর্মী হিসেবে বালিয়াকান্দিতে কর্মরত ছিলেন।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে বালিয়াকান্দি-মেগচামি- মধুখালী সড়কের সদর ইউনিয়নের ভীমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার মাসুদ শরীফ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা বলে একটি সূত্র নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পণ্যবাহী নছিমন নিয়ে তিনি অর্ডারের পণ্য ডেলিভারি দিতে যাওয়ার সময় বালিয়াকান্দি ভীমনগর এলাকায় তার বহনকৃত নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। তাকে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, বালিয়াকান্দি উপজেলার বিক্রয় জোট প্রতিনিধির সদস্যরা তার পরিবারের সাথে যোগাযোগ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে