অবৈধ অস্ত্র ও ইলেকট্রনিক সক মেশিনসহ হত্যা মামলার আসামি আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০২:৫৬ পিএম
অবৈধ অস্ত্র ও ইলেকট্রনিক সক মেশিনসহ হত্যা মামলার আসামি আটক

ঝিনাইদহের শৈলকূপায় সোমবার দিবাগত রাতেগোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা এর নেতৃত্বে সারুটিয়া ইউনিয়নের কৃর্তিনগর গ্রামের মোঃ জিয়ারত আলী এর ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ পলাশ মিয়া এর বাড়ি হতে একটি এক নলা রাইফেল, ইলেক্ট্রনিক সক মেশিন এবং একটি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময়  হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী পলাশ মিয়া নামেরএক সাবেক সেনাসদস্য  কে আটক করে। আটক ব্যক্তি কে শৈলকূপা  থানার  এস আই হুমায়ুন কবিরের  কাছে উদ্ধারকৃত অস্ত্রসহ হস্তান্তর করেছে বলে জানা যায়। এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান সেনাবাহিনীর উদ্ধারকৃত  অস্ত্র সহ আটককৃত সাবেক সেনা সদস্যকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোর্টে সপর্দা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে