চলনবিলের কৃষকরা পেল কৃষি প্রণোদনা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৩:৩৭ পিএম
চলনবিলের কৃষকরা পেল কৃষি প্রণোদনা

শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত চলনবিলের সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, শীতকালীন পেঁয়াজ কন্দ ও শাক-সবজির বীজ, সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে এসকল কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।

জানা যায়. ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাঁচজন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক ৩০০ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে ৩০ জন কৃষকের মাঝে পেঁয়াজ কন্দ এবং ১১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরণের শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে। আর পেঁয়াজ চাষীরা প্রত্যেকে পাবেন ১২০ কেজি করে পেঁয়াজ কন্দ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

আপনার জেলার সংবাদ পড়তে