রাজধানীর মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি স্বতন্ত্র ইউনানী ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠন।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীর স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মূল ফটকে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
এ সময় দেখা গেছে অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা একপর্যায়ে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। স্বতন্ত্র কাউন্সিল ছাড়া আমাদের চিকিৎসা পেশায় সুনির্দিষ্ট পরিচিতি ও পেশাগত রেজিস্ট্রেশন অনিশ্চিত হয়ে যাচ্ছে। আমরা আর ধোঁকায় বিশ্বাস করি না। এবার দৃশ্যমান সিদ্ধান্ত চাই।”
শিক্ষার্থীরা বলেন, আমরা ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির স্বীকৃত ছাত্র। আমাদের সনদ, আমাদের ইন্টার্নশিপ, আমাদের একাডেমিক ট্রেইনিং এমবিবিএস সমমান ধরা হলেও এখনো আমাদের পেশাগত সম্মান প্রতিষ্ঠা হয়নি। ফলে চাকরি থেকে উচ্চশিক্ষা-সব জায়গায় আমরা বঞ্চিত।”
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলনে আমরা হঠাৎ করেই অবরুদ্ধ হয়ে পড়ি। আমরা তাদের ক্ষোভ বুঝি, তবে এভাবে হঠাৎ করে ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা আমাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। তারপরও আমরা চেষ্টা করছি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একটা যৌক্তিক সমাধানে যেতে।”