বিএনপি নেতার চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস; দল থেকে বহিষ্কারের দাবি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৩:৪৬ পিএম
বিএনপি নেতার চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস; দল থেকে বহিষ্কারের দাবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাম্প্রতিক চাঁদাবাজির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মনিরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় নেতা কর্মীরা।

শনিবার (০৬জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তাকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়।

মতবিনিময় সভায় গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফ হোসেন মাস্টারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠিক সম্পাদক মাসুম প্রধান ইপু প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গত ৭-৮মাস যাবত আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে নৌযানে চাঁদাবাজির ঘটনায় আমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নাম শুনতে পাচ্ছিলাম তবে বিশ্বাসযোগ্য কোন প্রমাণ পাচ্ছিলাম না। সম্প্রতি এ ঘটনায় তার বেশ কয়েকটি কল রেকর্ড ফাঁস হয় সেখানে তার সংশ্লিষ্টতা স্পষ্ট হয়েছে। দলের ভাবমূর্তি কাউকে নষ্ট করতে দেওয়া হবে না। বড় বড় পদ নিয়ে কেউ অপকর্ম করবে তা আমরা মেনে নিব না। আমরা অনতিবিলম্বে তার বহিষ্কার দাবি করছি’।

বিষয়টি সম্পর্কে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন বলেন, ‘ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করছেন তার এই বক্তব্য শুনে মানুষ হাসাহাসি করেছে। তিনি বিএনপির মান-সম্মান নষ্ট করছেন, তার জন্য আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। জননেতা তারেক রহমান যেখানে নেতাকর্মীদের এসব থেকে দূরে থাকতে বলছেন তিনি তখন সেটা অমান্য করে চোর-ডাকাতের সাথে হাত মিলিয়েছেন। আমরা জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই ইউনিয়ন বিএনপির মান সম্মান রক্ষায় আপনারা দ্রুত মনিরুজ্জামানের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন’।

আপনার জেলার সংবাদ পড়তে