গাবতলীতে মাদকসহ গ্রেফতার ৩

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ৭ জুলাই, ২০২৫, ০৪:৫৪ পিএম
গাবতলীতে মাদকসহ গ্রেফতার ৩

বগুড়ার গাবতলী উপজেলার নিজ দুর্গাহাটা গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হেয়েছে । রবিবার (৬জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সবুজ মিয়া (৩৮), পিতা মৃত টুকু মন্ডল, গ্রাম: নিজ দুর্গাহাটা। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৮০০ গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন। এ সময় তার স্ত্রী হামিদা বেগম (৩৫)-কে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতার করা হয় শান্ত মিয়া(২৭), পিতা মৃত রুহুল আমিন, গ্রাম: সারোটিয়া পশ্চিমপাড়া। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সবুজ মিয়া ও তার স্ত্রী হামিদা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। পুলিশের এসআই জাহিদ সহ সঙ্গীয় ফোর্স। অভিযান অব্যাহত থাকবে বলে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার গ্রেফতারকৃতদের বিরঙদ্ধে থানায় মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে