সুজানগরের কুড়িপাড়া-নিশ্চিন্তপুর সড়কের দূরত্ব মাত্র ১কিলোমিটার। অথচ এই ১কিলোমিটার সড়ক এখন নামেই পাকা সড়ক। এ সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন ১কিলোমিটার ওই সড়ক ৪/৫ বছর আগে সংস্কার করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন। ফলে সংস্কারের এক বছর হতে না হতেই সড়কটির অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। চলতি বৃষ্টির মৌসুমে ওই সকল গর্তে প্রায় হাঁটু পানি জমে গেছে। এতে সড়কটি দিয়ে ট্রাক, মাইক্রোবাস, টেম্পু এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। যেকোন মুহূর্তে ওই সকল যানবাহন দুর্ঘটনায় পতিত হতে পারে। ঘটতে পারে হতাহতের ঘটনা। এ ব্যাপারে সুজানগর উপজেলা প্রকৌশলী মোঃ নুরুন্নবী বলেন সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।