বগুড়ায় মাদকসহ গ্রেপ্তার ৪

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৩:১৯ পিএম
বগুড়ায় মাদকসহ গ্রেপ্তার ৪

বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকা ৭০ গ্রাম হেরোইন, ০১টি মোবাইল সেট ও ০১টি প্রাইভেট কারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে এবং একই দিনে বগুড়ার সূত্রাপুর গোহাইল রোডের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা পুলিশ ডিবি ৭ জুলাই রাত সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৩ জন মাদক ব্যবসায়ী তাদের নিজ হেফাজতে মাদক নিয়ে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা অবস্থা করেছে। এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়া এলাকার রবিউল ইসলামের পুত্র সামীম আহম্মেদ সবুজ (২৮), জোকা মোল্লাপাড়া এলাকার শহিদুল ইসলাম পুত্র শিবলু (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার রিয়াজুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (২৮) কে ৭০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার এবং একটি মোবাইল ফোন সেট ও প্রাইভেট কার উদ্ধার করা হয়। একইদিনে ৭ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় সময় বগুড়ার সূত্রাপুর গোহাইল রোডের এজেআর কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহজাহানপুর উপজেলার চক কানপাড়া এলাকার আব্দুস সালাম সেলিমের পুত্র সাদিক (২০) কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ৩ জন আসামির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এবং গ্রেপ্তারকৃত আরেকজন বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।