মোবারকগঞ্জ চিনিকলের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৪:০৯ পিএম
মোবারকগঞ্জ চিনিকলের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারিরা বকেয়া বেতন, চলতি বছরের মাড়াই মৌসুমের স্থায়ী ও মৌসুমি পদ শুন্য থাকায় স্থায়ী কর্মরতদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হয়। কিন্তু তারা দীর্ঘদিন তাদের পাওনা না পাওনা টাকা পরিশোধের দাবিতে প্রশাসনিক ভবনে ব্যবস্থপনা পরিচালকের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে চিনিকলের শ্রমিক কর্মচারিরা কর্মবিরতী দিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন  করে। সে সময় শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা ও ব্যবস্থাপনা পরিচালকের অপসারন দাবি করে স্লোগান দিতে থাকেন । বিক্ষোভের ফলে অবরুদ্ধ ব্যবস্থপনা পরিচালককে পুলিশ ও চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা মুক্ত করেন। সে সময় শ্রমিক ইউনিয়ন নেতারা শ্রমিকদের বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের আশ্বস্ত করলে শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে সরে যায়। 

এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শ্রমিক অন্তোষের মত ঘটনাা এখানে ঘটেনি। তারা (শ্রমিক) তাদের দাবি নিয়ে এসেছিল,তাদের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে