হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের প্রস্ততি

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৫:০৩ পিএম
হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উদযাপনের প্রস্ততি

চট্টগ্রামের হাটহাজারীতে সারা দেশের মত বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা মহাসমারোহে উদযাপনের জন্য ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। আষাঢ়ী পূর্ণিমার এই পবিত্র দিনে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক সিদ্ধার্থ গৌতম মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহন করেন, জীব জগতের কল্যানের জন্য কঠোর সাধনা করতে গৃহত্যাগ করেন, বুদ্ধ কর্তৃক সারনাথে ধর্মচক্র সূত্র দেশনা করেন, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেন, মাতৃদেবীকে ধর্ম দেশনা দান করতে তাবতিংস স্বর্গে গমন করে ছিলেন।  আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান শুরু হয়। পঞ্চস্মৃতি বিজরিত এই আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য মহান পবিত্র দিন। এই পবিত্র দিনটি মহাসমারোহে উদযাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত ১৪ টি বৌদ্ধ বিহার / মন্দির / প্যাগোডা যথাক্রমে পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, বালুখালী জগৎজ্যোতি বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, আরিয়া ওয়াংচা বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার,  রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল - চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বশান্তি প্যাগোডা, মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বিহার,  বিহার পরিচালনা কমিটি / দায়ক,দায়িকা দিনব্যাপী বিস্তারিত পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ তথা মন্ত্র পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, আনুষ্ঠানিক ভাবে  জাতীয়, ধর্মীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহন, বর্ষাসাঠিক দান (ভিক্ষু সংঘের পরিধেয়), ভিক্ষু সংঘের পিন্ডদান, মধ্যাহ্ন ভোজ, দুপুরে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে স্ব স্ব বিহারাধক্ষের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান , বুদ্ধ কীর্তন, আলোক সজ্যা, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা তথা গিলানো প্রত্যয় পূজা,প্রার্থীব জগতের শান্তি, দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রয়াত জ্ঞাতি বর্গের নির্বান সুখ কামনায় পূণ্যদান অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে